• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ভিড় অব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৮:১৭
দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ভিড় অব্যাহত
দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ভিড় অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় মানুষের ভিড় অব্যাহত রয়েছে। ঢাকামুখী মানুষ যেমন নদী পাড়ি দিতে দৌলতদিয়ায় ভিড় করছে। পাশাপাশি রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ভিড় দেখা যায়।

শনিবার (১ মে) দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় এমনই চিত্র দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, লকডাউন কিছুটা শিথিল হওয়ায় যাত্রী পারাপার অনেক বেড়ে গেছে। বিশেষ করে প্রতিদিন সকালের দিকে ফেরিতে ব্যক্তিগত গাড়ির সঙ্গে যাত্রীর চাপ থাকছে। ঢাকামুখী মানুষের চাপ থাকছে বেশি। বিপরীত দিকে ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও কম না। একই সঙ্গে বেড়েছে ছোট গাড়ির চাপও। এসব গাড়ি পারাপার নিষেধ থাকলেও প্রশাসনের বিশেষ পাশ নিয়ে আসায় বাধ্য হয়ে আমরা তাদের পার করছি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে
থোকায় থোকায় ঝুলছে আঙুর, দেখতে মানুষের ভিড়
ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
বগুড়ায় জাল ভোট: ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
X
Fresh