• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দলিল লেখকের মরদেহ উদ্ধার, আটক ৩ ভাই

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৭:২২
দলিল লেখকের মরদেহ উদ্ধার, আটক ৩ ভাই
দলিল লেখকের মরদেহ উদ্ধার, আটক ৩ ভাই

বগুড়ায় নিখোঁজ হওয়ার দু’দিন পর দলিল লেখক মশিউর রহমান সোনা মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার ৩ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে সোনা মিয়ার ছোট ৩ ভাই তোতা মিয়া, তারা মিয়া ও মন্নু মিয়াকে।

জানা গেছে, ২০১৭ সালে পারিবারিক কলহের জের ধরে সোনা মিয়ার বাবা মকবুল হোসেন নান্নু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছেলে তোতা মিয়া। লাঠির আঘাতে নান্নু মিয়া মারা যান। ওই সময় ছোট ভাই তোতা মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন সোনা মিয়া। পিতা হত্যার অভিযোগে তোতা মিয়া গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন। বাবা মারা যাওয়ার পর থেকে তারা ৪ ভাই এক বাড়িতেই বসবাস করতেন।

নিহতের মা সামছুন্নাহার জানান, ৪ ভাইয়ের মধ্যে সস্পর্ক ভালো ছিল। পিতা হত্যা নিয়ে ভাইদের মধ্যে কোনো বিরোধ ছিল না। তোতা মিয়া নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, তোতা মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২০১৭ সালে পিতাকে হত্যার পর তিনি নিজেই থানায় হাজির হয়েছিলেন।

এদিকে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নিহত সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তারের বাবার বাড়ি ভোলা জেলায়। তাদের সংসারে ৬ বছর বয়সী একটি সন্তান রয়েছে। সোনা মিয়ার মরদেহ উদ্ধারের পর তার স্ত্রী সোনিয়া আক্তারের পরকীয়া নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা হচ্ছে। এ কারণে পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করছেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, নিহতের ৩ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। নিহত সোনা মিয়ার স্ত্রীর পরকীয়ার বিষয়টি নিয়েও অনুসন্ধান করা হচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাটের ওপর পড়েছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
খাটের নিচ থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
X
Fresh