• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে করোনায় মৃত্যু

আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১১:১৫
কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে করোনায় মৃত্যু
কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে করোনায় মৃত্যু

ভারতের কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের কুষ্টিয়ার মেয়ে শারমিন আক্তার স্মৃতি (৩২) গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে মারা গেছেন। সেখানে চিকিৎসা নিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী।

কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক স্মৃতির মামা নুরুন্নবী বাবু জানান, বর্ধমানে কিডনির চিকিৎসা চলাকালে এক সপ্তাহ আগে স্মৃতির করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে চারদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্মৃতিকে নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শুক্রবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

স্মৃতির মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে জানিয়ে নুরুন্নবী বাবু বলেন, ‘মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।’

জানা যায়, গত ২০ মার্চ কিডনির চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে বেনাপোল হয়ে ভারতে যান স্মৃতি। পরে তার করোনাভাইরাস ধরা পড়ে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
অবশেষে লিজার মৃত্যু, দগ্ধ ছয়জনই একে একে না ফেরার দেশে 
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা
X
Fresh