• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে এপ্রিল মাসে ৮৫০ জনসহ মোট আক্রান্ত ৪০১৯ জন

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ২০:৩৭
নরসিংদীতে এপ্রিল মাসে ৮৫০ জনসহ মোট আক্রান্ত ৪০১৯ জন
নরসিংদীতে এপ্রিল মাসে ৮৫০ জনসহ মোট আক্রান্ত ৪০১৯ জন

নরসিংদীতে এপ্রিল মাসে ৮৫০ জনসহ ৪০১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম।

সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইন্সটিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এর পরীক্ষায় ২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে ৪ জন পুরাতন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, পলাশে ৮ জন ও শিবপুরে ১ জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২৪ হাজার ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ২ হাজার ৫৪৬ জন, শিবপুরে ৩৪৭ জন, পলাশে ৫০৬ জন, মনোহরদীতে ২২৯ জন, বেলাবোতে ১৮০ জন, রায়পুরায় ২১১ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৩২ জন।

বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৮৯ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ৫, বেলাব ৬, রায়পুরা ৮, মনোহরদী ৩ ও শিবপুরে ৭ জন। এদিকে এপ্রিল ১ তারিখ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত নরসিংদীতে ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর মধ্যে ১ এপ্রিল ১১ জন, ২ এপ্রিল ২২ জন, ৩ এপ্রিল ৪৬ জন, ৪ এপ্রিল ৩০ জন, ৫ এপ্রিল ২০ জন, ৬ এপ্রিল ১০ জন, ৭ এপ্রিল ৪২ জন, ৯ এপ্রিল ৬৪ জন, ১০ এপ্রিল ১৭ জন, ১১ এপ্রিল ৭৩ জন, ১২ এপ্রিল ৩৮ জন, ১৩ এপ্রিল ৩৭ জন, ১৪ এপ্রিল ৬৫ জন, ১৬ এপ্রিল ৪৫ জন, ১৭ এপ্রিল ৫৫ জন, ১৯ এপ্রিল ৬৬ জন, ২০ এপ্রিল ১৮ জন, ২১ এপ্রিল ২৩ জন, ২২ এপ্রিল ১৩ জন, ২৩ এপ্রিল ১৭ জন, ২৪ এপ্রিল ৪৫ জন, ২৫ এপ্রিল ৫ জন, ২৬ এপ্রিল ২১ জন, ২৭ এপ্রিল ১৮ জন, ২৮ এপ্রিল ১০ জন, ২৯ এপ্রিল ১০ জন ও ৩০ এপ্রিল ২৯ জন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম বলেন, বিগত ২৪ ঘণ্টায় ১২৭টি নমুনা পরীক্ষার পর নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে পুরাতন ৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন।

তিনি আরো বলেন, বিগত একমাসে নরসিংদীতে ৮৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

নরসিংদীর সাধারণ মানুষ যদি ঠিকমতো স্বাস্থ্যবিধি না মানে তাহলে আগামীতে করোনার সংখ্য আরো বাড়বে বলে তিনি জানান।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে ইসতিসকার নামাজ আদায়
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
X
Fresh