• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল কৃষক লীগ 

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৭:১০
রংপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল কৃষক লীগ 
রংপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল কৃষক লীগ 

লকডাউনে অর্থ সংকট ও শ্রমিক সংকটের কারণে চলতি বোরো মৌসুমে নিজের ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড রঘুবাজারের কৃষক নিশিরঞ্জন বর্মণ। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। এমন অবস্থায় তার পাশে এসে দাঁড়িয়েছে মহানগর কৃষক লীগ।

শুক্রবার বেলা ১১টার দিকে কৃষক নিশিরঞ্জন বর্মণ এর এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে মাড়াই করে দিয়েছেন কৃষক লীগের নেতাকর্মীরা। এসময় ধান কেটে দেয়া কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম বিন জুম্মন।

পরে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন এর নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষক লীগের সদস্য লুৎফর বারী, বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য সামসুল ইসলাম লিচু, রংপুর মহানগর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু, সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামীতেও এই মহামারির সময় দরিদ্র কৃষকের ধান কাটা ও মাড়াই কার্যক্রম চলমান থাকবে বলে জানান কৃষক লীগের নেতৃবৃন্দ।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh