Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি
ফাইল ছবি

জামালপুরের কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জ ও সরিষাবাড়ির উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঝড়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি জেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, মাত্র ১০ মিনিটের ঝড় হয়। এতে শিলাবৃষ্টিতে সরিষাবাড়ী উপজেলার চলতি বোরো মৌসুমের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান শিলাবৃষ্টিতে মাটির সঙ্গে ন্যুয়ে পড়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান, সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে সাধুরপাড়া বিলেরপাড় গ্রামে একটি মসজিদের চাল উড়ে গেছে। তবে এই ঝড়ে প্রাণহানির ঘটনা ঘটেনি।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, ঝড়ের ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার উপজেলা পর্যায়ের কৃষিবিভাগ কর্তৃক তথ্য নিয়ে বিস্তারিত জানা যাবে।

এসএস

RTV Drama
RTVPLUS