• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১২:৫২
Internship of intern doctors at Chittagong Medical College Hospital
ফাইল ছবি

আজ বুধবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বহিরাগত কর্তৃক ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল হক ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ না দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় একদল বহিরাগত কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়।

এদিকে হঠাৎ করে কর্মবিরতিতে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে চলছে মাংস ব্যবসায়ীদের কর্মবিরতি 
সুনামগঞ্জে অনির্দিষ্টকাল মাংস ব্যবসায়ীদের কর্মবিরতি 
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা
X
Fresh