• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে ছয় মাসের বাচ্চাকে রেখে গৃহবধুর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ২১:৪১
নাটোরে ছয় মাসের বাচ্চাকে রেখে গৃহবধুর আত্মহত্যা
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে ছয় মাসের শিশু সন্তানকে রেখে হাফিজা (২০) নামের এক গৃহবধু গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আটোয়া রাখুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজা একই গ্রামের হাসান মাসুদের স্ত্রী এবং মমিন উদ্দিনের মেয়ে।

হাফিজার বাবা মমিন উদ্দিন বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই নির্যাতন করে তার (হাসান মাসুদ) স্বামী। গতকালও আমরা খবর পেয়েছি, তাকে মারপিট করা হয়েছে বলে জানান প্রতিবেশীরা।কিন্তু রাতে নির্যাতন করে সকালে জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে এটা পরিকল্পিত হত্যা বলে দাবি করেন তিনি।

এই ঘটনা জানার পরে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঘটনার পর থেকে হাফিজার স্বামী হাসানসহ পরিবারের সবাই পলাতক ছিল বলে জানিয়েছের তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে বসতঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
‘হিটস্ট্রোকে’ সৌদিপ্রবাসীর মৃত্যু
X
Fresh