• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ২৩:৩২
Two groups clash over possession of Tempu stand, 40 injured
টেম্পোস্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে। অন্যদিকে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গোপালগঞ্জ জেলা সদরের বড়বাজার এলাকার টেম্পোস্ট্যান্ড নিয়ে ঘোষেরচর উত্তরপাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলছিল। বেশ কয়েকদিন আগে দুই পক্ষের বিবাদ চরমে ওঠে। পরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই জেরে রোববার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনোপক্ষ থানায় মামলা দায়ের করেনি।

এ বিষয়ে গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ১৫ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের আগেই সন্তান জন্ম, স্বামীকে নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী
শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর গানের অ্যালবাম 
বুবলীকে নিয়ে নতুন করে যা বললেন অপু বিশ্বাস
বিতর্কিত ক্যাচ নিয়ে মুশফিকের নীরব প্রতিবাদ
X
Fresh