• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

হেফাজত তাণ্ডব : আরও ৩০ কর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১১:৪১
হেফাজত তাণ্ডব : আরও ৩০ কর্মী গ্রেফতার
হেফাজত তাণ্ডব : আরও ৩০ কর্মী গ্রেফতার

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রোববার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে হেফাজতে ইসলামের আরও ৩০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া ৫৫ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ৩০ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। আজ রোববার দুপুরে তাদের আদালতে নেওয়া হবে।

গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ডিবিতে গিয়েছিলেন মামুনুল হক
ধর্ষণের অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার
এবার ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
X
Fresh