Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৪:০৪

বরিশালে ত্রাণের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে ত্রাণের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ
ত্রাণের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

বিরান শূন্যতা বরিশাল নদীবন্দরে। সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ বলে পন্টুনে লঞ্চ নোঙ্গর করে অসহায় দিন পার করছে লঞ্চ শ্রমিকরা। তবে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে লকডাউনে শ্রমিকদের ত্রাণ ও রেশনের দাবীতে রিকশা মিছিল বের করে বাসদ।

লঞ্চ শ্রমিকরা বলেন, একতলা লঞ্চে প্রতিদিনের বেতনে কাজ করতে হয়, লকডাউনের ফলে লঞ্চ বন্ধ থাকায় তাদের না খেয়ে মরতে হবে।

অপরদিকে বিক্ষোভকারী রিকশা শ্রমিকদের বক্তব্য গেল লকডাউনের তারা ত্রাণ পেয়েছিল। এবার না পাওয়ার কারণে তাদের রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাঁধার সম্মুখীন হতে হয়। তাই রেশনের দাবীতে তারা আন্দোলনে নেমেছেন।

এনিয়ে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত অবস্থায় দিন মজুরেরা। তাদের ত্রাণ ও রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবীতে তাদের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।

এসএস

RTV Drama
RTVPLUS