• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নতুন বছরকে বরণে সারাদেশে প্রস্তুতি চলছে

অনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল ২০১৭, ২০:৩৪

বাঙালির প্রাণের উৎসব বৈশাখী। বাংলা নতুন বছরকে বরণ করা হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে চলছে বর্ষ বরণের প্রস্তুতি।

চট্টগ্রামবাসী ও পিছিয়ে নেই বর্ষ বরণের প্রস্তুতি। জঙ্গি নির্মূল চেতনায় শাণিত বৈশাখকে প্রতিপাদ্য করে ১৪২৩ কে বিদায় দিয়ে রবি ঠাকুরের মুছে যাক গ্লানি, ‘ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ কবিতার লাইনকে প্রতিপাদ্য করে ১৪২৪ বরন করবে তারা। বাংলা নববর্ষ বরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান বর্ণিল সাজে আর বর্ণাঢ্য আয়োজনে পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামবাসী।

দীর্ঘ ২৮ বছর ধরে পটুয়াখালিতে মঙ্গল শোভাযাত্রা করে আসছে ‘দখিনা খেলাঘর আসর’। শোভাযাত্রাকে আকর্ষনীয় করতে চেষ্টার ত্রুটি রাখছেন না তাঁরা।

এবার ঢাকা থেকে প্রশিক্ষক এনে কর্মীদের শেখানো হচ্ছে শোভাযাত্রার নানা উপকরণ তৈরি।

এদিকে, বরিশালে মঙ্গলশোভাযাত্রার ২৫ তম আয়োজন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শোভাযাত্রা বর্ণাঢ্য করে তুলতে রাত দিন কাজ করছে বরিশাল চারুকলার কর্মীরা। এবারে মূল আকর্ষণ হিসেবে থাকছে- বাঁশ ও কাগজ দ্বারা তৈরী বাউল,ময়ূর,হাতি,পেঁচাসহ হাতে তৈরি নানা প্রতিকৃতি

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh