Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১০:১৯
আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১২:৩৬

লকডাউনে সড়কে ঝরলো দুই প্রাণ

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত
ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্না ও শফিকুল ইসলাম। তারা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের বাসিন্দা।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, পিকআপভ্যানে করে ভাটা শ্রমিকরা রাতে বাড়ি ফিরছিলেন। পথে তালা থানার শুভাষিনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

RTV Drama
RTVPLUS