• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগুন দিয়ে মারা হলো বাবুই পাখির ৩৩ ছানা!

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১৭:৫৬
Babui 33 babies died in the fire!
আগুনে দিয়ে মারা হলো বাবুই পাখির ৩৩ ছানা!

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে ক্ষেতের ধান খাওয়ায় আগুন দিয়ে বাবুই পাখির ৩৩টি ছানা পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে জালাল সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) ওই গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে পাখি-প্রেমীসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের সিদ্দিক মার্কেটের সামনে জালাল সিকদারের একটি ধানের ক্ষেত রয়েছে। সে ক্ষেতের পাশের তালগাছে কয়েকটি বাবুই পাখির বাসা রয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ক্ষেতের ধান খাওয়ার অজুহাত তুলে বাবুই পাখির বাসায় আগুন দেয় অভিযুক্ত জালাল সিকদার। এসময় ৩৩টি ছানা পুড়ে মারা যায়।

ঝালকাঠি সদর উপজেলার বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, এই বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। যদিও ঘটনাটি খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতাধীন। ঝালকাঠি অফিস হচ্ছে সামাজিক বন বিভাগের। তবুও বিষয়টি দেখব।

এই ঘটনার বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বাবুই পাখির বাসায় আগুন দিয়ে ছানা পোড়ানোর বিষয়টি শুনেছি। এ ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ১ কোরাল বিক্রি হলো ৩৩ হাজারে
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো দেশ
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
X
Fresh