logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১৪:১৯
আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৫:৩৫

শীতলক্ষ্যায় লঞ্চটডুবি: ঘাতক কার্গো জব্দ, করা হয়েছিল রং পরিবর্তন

Launch sinking in winter: Deadly cargo seized, color changed
শীতলক্ষ্যায় লঞ্চটডুবি: ঘাতক কার্গো জব্দ, করা হয়েছিল রং পরিবর্তন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চটডুবির ঘটনায় ১৪ স্টাফসহ ঘাতক এসকেএল-৩ জাহাজটি মুন্সীগঞ্জ থেকে জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়া নিয়ে রং পরিবর্তন করা হয় বলে জানায় কোস্টগার্ড।

আরও পড়ুনঃ কাল থেকে শপিংমল খোলা

এদিকে শীতলক্ষ্যার পাড়ে কয়লাঘাট এলাকায় লঞ্চডুবিতে ৩৪ জন নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি চলে দুপুর ২টা পর্যন্ত। এতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের স্বজনরা।

জিএম

RTV Drama
RTVPLUS