• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইনজীবীর বাড়িতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, পঞ্চগড়

  ১০ এপ্রিল ২০১৭, ২১:৫৭

পঞ্চগড়ে আইনজীবী হকিকুল ইসলামের বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হলো ১০ বছরের শিশু গৃহকর্মী নুর নেহার নুরীর। নির্যাতনের ফলেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন শিশুটির মা তাহেরা বেগম।

সোমবার দুপুরে নুরী মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যান হকিকুল ইসলাম ও তার স্ত্রী রওশন আক্তার লিজা।

শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দাবি করে রওশন আক্তার লিজা বলেন, ঘরের দরজা ভেঙে নুরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের মো. নুর ইসলামের মেয়ে নুরী। দেড় বছর ধরে জেলা শহরের ইসলামবাগ মহল্লায় হকিকুলে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।

তাহেরা বেগম বলেন, আমার মেয়ের অসুখ-বিসুখ কিছুই হয়নি, তাকে কিছু না করলে সে মারা যেতো না। আমি এর বিচার চাই।

তিনি বলেন, মাঝে-মধ্যেই ঝগড়া হতো। এইতো ক’দিন আগে এসে মিটমাট করে গেলাম। ওই বাড়ির মানুষটা(গৃহকর্তা) ভালো। কিন্তু তার বৌ ভালো না।

পঞ্চগড় সদর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, পঞ্চগড় শহরের একজন আইনজীবীর বাসা থেকে উদ্ধার হওয়া শিশু গৃহকর্মীর মরদেহটি আমরা দেখেছি। এ বিষয়ে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে এবং পরে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh