logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১০:৩৯
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১০:৫৮

লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

Heavy traffic jam on Dhaka-Sylhet highway at lockdown
লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।

মহাসড়কের তারাব বিশ্বরোড থেকে কর্নঘোপ পর্যন্ত ওই যানজট রয়েছে। অন্যদিকে রাস্তায় রয়েছে শ্রমিক-কর্মচারীদের ঢল। এদিকে সোমবার (৫ এপ্রিল) থেকে ৭ দিনের জন্য সরকার লকডাউন ঘোষণা করলেও জীবিকার তাগিদে কেউ তা মানছেন না।

জানা গেছে, উপজেলার তারাবো পৌরসভা দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৮টা থেকেই যানজট সৃষ্টি হয়েছে। এই কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে লকডাউন বাস্তবায়নে কোথায় পুলিশ টহল ও ভ্রাম্যমাণ আদালত দেখা যায়নি।

এই ঘটনার বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, ভ্রাম্যমাণ দল মাঠে রয়েছে। আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো দেখছি। মহাসড়কের বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ দেখবে।

জিএম

RTV Drama
RTVPLUS