logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

Child dies of coronavirus in Chuadanga
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাদিকুল ইসলাম নামের দুই বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সাদিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৫ মার্চ দুপুরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয় শিশু সাদিকুল ইসলাম। ২৭ মার্চ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় সে। ঢাকা থেকে নিয়ে ৩০ মার্চ রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। আজ বেলা সাড়ে ১১টায় করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২২ জন ও মারা গেছেন ৫৪ জন। হোম আইসোলেশনে আছেন ৪৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১০ জন ও ১ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

শেফা/পি

RTV Drama
RTVPLUS