• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

উচ্চ সংক্রমণের তালিকায় কুমিল্লা, সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি,আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ১৮:২৬

দেশে দ্বিতীয় দফায় করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর এর প্রভাব পড়েছে কুমিল্লায়ও। জেলাটি উচ্চ সংক্রামণ হারের তালিকায় থাকায় সেখানকার নগর উদ্যান, শিশু পার্ক ও দর্শনীয় স্থানসহ জেলার সকল সরকারি-বেসরকারি সব বিনোদন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সংক্রমণ রোধে ও জনসমাগম এড়াতে এই ঘোষণা দেন কুমিল্লা জেলা প্রশাসন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, হঠাৎ করে আবারও কুমিল্লা করোনাভাইরাসের সংক্রামণের হার বাড়ছে। সেই সাথে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ কয়েকটি জেলাসহ কুমিল্লাকে উচ্চ সংক্রামণের হারের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যার ফলে সকল সরকারি-বেসরকারি বিনোদন কেন্দ্র ও সিনেমা হল বন্ধ থাকবে। এছাড়া টাউনহলসহ জনসমাগমকৃত জায়গাগুলোতে মানুষের উপস্থিতি সীমিত করা হবে।

তিনি আরও জানান, সরকার পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা বরাবর থাকবে।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের
সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
X
Fresh