• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

’শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের রক্ষা নেই’

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২১, ১২:২২
'Those involved in Shalla attack have no protection'
’শাল্লায় হামলার ঘটনায় জড়িতদের রক্ষা নেই’

সুনামগঞ্জের হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম দেখতে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ’শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের রক্ষা নেই।’

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় হেলিকপ্টারযোগে নোয়াগাঁও গ্রামে যান র‌্যাবের ডিজি। এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘দেশে যখনই কোনো ঘটনা ঘটেছে সরকার দ্রুত সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এটি নিঃসন্দেহে নিন্দাজনক। এমন ঘটনা আমরা বরদাশত করবো না।’

এ ঘটনার বিষয়ে নোয়াগাঁও গ্রামের বাসিন্দারে উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। এ ঘটনা জানার পরপরই আমরা এখানে এসেছি। আমাদের হিন্দু ভাইয়েদের ওপর হামলা হয়েছে। এটা ন‌্যাক্কারজনক। এ ঘটনায় আমি লজ্জা পেয়েছি।’

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
কেএনএফকে নির্মূল করা হবে : বিজিবি মহাপরিচালক
ডেমরায় ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক : ফায়ার সার্ভিসের ডিজি
রামগড় আইসিপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
X
Fresh