• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১৫:০৩
Skeleton theft by digging multiple graves
সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকায় সোমবার রাতে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি কবর খোঁড়া দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরি করে। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কবর খোঁড়া দেখতে পায়।

কৌতূহলবশত তিনি কবরের কাছে গিয়ে দেখতে পান কবরগুলোতে কোনো কঙ্কাল নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী কবরস্থানের সামনে জড়ো হতে থাকে। এলাকাবাসী বিষয়টি কালিয়াকৈর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।

আশাপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ আরটিভি নিউজকে জানান, সোমবার (১৫ মার্চ) রাতে দুর্বৃত্তরা কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আরটিভি নিউজকে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন...
বাগানে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
এবার হাইকোর্টে লাশের সুরক্ষা ও কঙ্কাল চুরি রোধে রিট
গাজীপুরের টঙ্গীর স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি
X
Fresh