• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে কাউন্সিলরসহ ৭ জনের কারাদণ্ড

আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১২:২৬
Six people, including a councilor, have been jailed for snatching the accused
আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে কাউন্সিলরসহ ৭ জনের কারাদণ্ড

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক সেবন ও সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগে পৌরসভার কাউন্সিলরসহ সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৫ মার্চ) রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেন।

এর আগে সোমবার বিকেলে পৌরসভা এলাকার বুজরুজ রাজারামপুর হলের মোড়ের পাশের একটি বাগান থেকে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়।

এছাড়াও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে পরে পুলিশ গিয়ে তাদের ফের আটক করে। এ সময় আসামি ছিনতাইয়ের অভিযোগে একজন কাউন্সিলরসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের দুইজনকেও সাজা দেয়া হয়েছে।

আরও পড়ুন...
সৌদির কাছে অস্ত্র বেঁচে রপ্তানিতে শীর্ষে আমেরিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান, সাদ্দাম, সুমনসহ মোট ৫ জনকে হাতেনাতে আটক করে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাদেরকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের কাছে নিয়ে যায়। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মাদক সেবনের জন্য ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতদের ছাড়াতে জোর তদবির করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের তদ্বিরে কর্ণাপত না করলে এক পর্যায়ে সেখানে চিৎকার-চেঁচামেচি করে সাজাপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জানে আলম ও গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারীর সহযোগিতায় ছিনতাই হওয়া ৫ আসামিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলামকে আটক করে। পরে তাদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ওই পাঁচজনের সাজা বাড়িয়ে এক বছর করা হয়েছে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

তবে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম বলেন, পালিয়ে যাওয়া ৫ আসামিকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাদের পালাতে সহযোগিতা করায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন...
‘ইসলামী মূল্যবোধে অবিশ্বাস, অথচ ঈদে কোটি টাকা আয় করবেন দ্বিমুখী হলো না’

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণের অভিযোগে আ. লীগ নেতাকে শোকজ
আসামি ধরতে গিয়ে ইমামকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ইসলামী ব্যাংকের সঙ্গে প্রতারণায় দুই আসামি গ্রেপ্তার
টেকনাফ উপজেলা চেয়ারম্যানকে বদির হুমকি, গুলিবর্ষণের অভিযোগ
X
Fresh