• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২১, ১৭:৩৫
শিশু×মৃত্যু×দেয়াল×ধস×নির্মাণ×বাড়ি×কাজ×সকাল×
ফাইল ছবি

পাবনায় ধসে পড়া দেয়ালের চাপায় পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে শহরের গোবিন্দা মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাহেনুল ইসলাম। সে নীলফামারী জেলার ইনতাজ উদ্দিনের ছেলে।

ইনতাজ উদ্দিন পাবনায় স্কয়ার কোম্পানিতে চাকরি সূত্রে গোবিন্দা এলাকার আবুল হোসেন বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, আবুল হোসেনের বাড়ির পাশে বিপ্লব হোসেন নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়ির নির্মাণ কাজের জন্য ইট ভেঙ্গে প্রাচীর ঘেঁষে রাখা হচ্ছিল। সকালে রাহেনুল ওই প্রাচীরের পাশে খেলা করছিলো। এ সময় হঠাৎ প্রাচীর ভেঙ্গে পড়লে রাহেনুল তার নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল শুক্রবার নীলফামারী থেকে রাত সাড়ে ১০টার দিকে ইনতাজ উদ্দিন পরিবারসহ এই ভাড়া বাড়িতে এসেছিলেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ আরটিভি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকেল চারটা দিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়। শুনেছি শিশুটি খেলতে বসে নির্মাণাধীন দেয়ালের নিচে পড়ে মারা যায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
আরটিভিতে আজ যা দেখবেন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
X
Fresh