logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

দীঘিনালায় অস্ত্র ও গুলিসহ আটক ৪

গুলি×আটক×পিপলস×ডেমোক্রেটিক×চাকমা×সশস্ত্র×উপজেলা×জীবন×
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

গেলো মঙ্গলবার ভোরে উপজেলার ভেতর বানছড়া এলাকার পরাজয় চাকমার বাড়ির পাশের সেগুন বাগান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিধু ভূষণ চাকমা ওরফে অনিক(৫১), খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সমর বিজয় চাকমা ওরফে নিবেদন চাকমা(৩৬), একই উপজেলার পূর্ণ জীবন চাকমা ওরফে দিগন্ত চাকমা(৪২)ও প্রত্যয় চাকমা ওরফে প্রীতি (৪২)।

আটক সকলেই পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপ) সদস্য।

এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ছয় লাখ টাকা।

দুটি পিস্তল, যার একটি আমেরিকার তৈরি, তিনটি ম্যাগাজিন, ৪০ রাউন্ড পিস্তলের গুলি, নগদ পাঁচ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা, আটটি মোবাইল ফোন, ১০টি সিম, তাদের ব্যাবহৃত ব্যাগ এবং চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গতকাল বুধবার দীঘিনালা থানায় অস্ত্র আইনে একটি এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেবি

RTV Drama
RTVPLUS