• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

সিলিন্ডার বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতার মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০
সিলিন্ডার বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতার মৃত্যু

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুলতলা চৌরাস্তা এলাকায় বেলুনে গ্যাস ভর্তির সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বেলুন বিক্রেতা ইউনুস আলী (৩৮)। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

রংপুর মেডিকেল কলেজের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, ইউনুস আলীকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে।

এর আগে তেতুঁলিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বেলুন বিক্রেতা ইউনুস আলীসহ বিভিন্ন জেলার ছয়জন বেলুন বিক্রেতা গত মঙ্গলবার থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আব্দুর রহিমের দোকানঘর ভাড়া দিয়ে থাকতেন। সেখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে বেলুন বিক্রি করতেন তারা। শনিবার দুপুরে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় চার বেলুন বিক্রেতা ও স্থানীয় এক কিশোর আহত হন। এসময় ইউনুস আলীর ডান পায়ের অর্ধেক বিস্ফোরণে উড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা পুলিশ ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীনের তত্ত্বাবধানে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভর্তি করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ আমার খতিয়ে দেখছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
নাটোরে বসতঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
X
Fresh