• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি,  আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০১
ম্যারাথন×পরিষদ×সাত×পদাতিক×অফিসার×সদস্য×আলোচনা×মানুষ×
ছবি সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে ম্যারাথনের কার্যক্রম শুরু হয়।

শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশন ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আয়োজনে ও জেলা প্রশাসন ঝালকাঠির ব্যবস্থাপনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ থেকে কচুয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশন মেজর মো. সাহেদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সেনা সদস্যরাসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান!
তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
X
Fresh