• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

শেষ হলো আটরশি ওরস শরীফ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫
ফরিদ×জিকির×শেষ×শরিফ×মঙ্গল×করোনাভাইরাস×আট×চারদিন×
ছবি আরটিভি নিউজ

ফরিদপুরের সদরপুর আটরশিতে আজ বাদ ফজর আখেঁরি মোনাজাতের মধ্য দিয়ে আট দিনব্যাপী মহা পবিত্র ওরস শরীফ শেষ হয়েছে।

করোনার কারণে এ বছর আটটি বিভাগে প্রতিদিন একটি করে বিভাগের ভক্তবৃন্দ পবিত্র ওরস অংশগ্রহণ করে।

বিগত দিনের ন্যায় এখানে ওয়াজ নসিহত, জিকির আজগার, আম বয়ান, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে আখেঁরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার থেকে এই ওরস শরীফ শুরু হয়। প্রতি বছর চারদিন এই মহতী ধর্মীয় অনুষ্ঠান করা হলেও এ বছর করোনাভাইরাসের কারণে তা বাড়িয়ে আট দিন করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের কোনো ভাষাকেই হারিয়ে যেতে দেওয়া যাবে না’
শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে হায়দরাবাদের ১ রানের জয়
পুলিশের ভয়ে ৬ রাজ্যে পালিয়ে শেষ রক্ষা হয়নি অভিনেতার
হজ পালনে এবার লাগবে বিশেষ ডিজিটাল কার্ড
X
Fresh