• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে ভুয়া র‍্যাব আটক

আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪২
মো. ফরহাদ।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. ফরহাদ (৩০) নামে এক ভুয়া র‍্যাবকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব- ১০ এর একটি দল রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে ওই ভুয়া র‍্যাব সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে র‍্যাবের জ্যাকেট, মোবাইল ফোন ও ১০ হাজার টাকা জব্দ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন যাবত চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় র‍্যাবের মতো জ্যাকেট পরে ও র‍্যাব পরিচয়ে মোবাইল কোর্টের হুমকি দিয়ে বিভিন্ন কসমেটিক দোকানদারদের থেকে চাঁদা দাবি করে আসছিলেন।

আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
X
Fresh