logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৯
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৩

দেয়াল ধসে শিশুর মৃত্যু

শিশু×মৃত্যু×দেয়াল×ধস×থানা×ফখরুল×চিকিৎসক×বাড়ি×জিহাদ×আলম×
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় রান্না ঘরের দেয়াল ধসে শিলন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খেজুরতলা চাঁদপুর মসজিদপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিলন আলী একই গ্রামের কুয়েত প্রবাসী ফারুক হোসেনের ছেলে। নিহত শিশু শিলনের মা শিলা খাতুন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির রান্নার ঘরের পাশে খেলছিল শিলন। এ সময় রান্না ঘরের মাটির দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে সে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে শিশুটি।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ফোন রিসিভ করেননি।

জেবি

RTV Drama
RTVPLUS