• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

না ফেরার দেশে ইবির অধ্যাপক সাইদুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮
কুষ্টিয়া×করোনা×জানাজা×মাগরিব×মরদেহ×ফুসফুস×রহমান×ইউনিট×
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয় এর আগে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন বাংলা বিভাগের প্রফেসর . রশিদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, প্রফেসর . সাইদুর রহমান স্যারের অবস্থা সংকটাপন্ন ছিলো গেল রাতে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিলো মাঝরাতের দিকে তার অক্সিজেন সেচুরেশন খুবই কমে যায় রক্তচাপও মারাত্মকভাবে কমে যায় পরে কার্বনডাই অক্সাইড বেড়ে যাওয়ায় ভোরের দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সময় অক্সিজেন ফুসফুস একেবারেই কাজ করছিলো না সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান

প্রফেসর . রশিদুজ্জমান আরও জানান, বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয় স্পেশালাইজড হাসপাতালে গত তিনদিন আগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়

তার মরদেহ সকালেই কুষ্টিয়ায় রওয়ানা হয়েছে দুইটার দিকে তার শ্বশুরবাড়ি শৈলকুপার কাতলাগাড়িতে প্রথম নামাজে জানাযা হবে এরপর তিনটার দিকে তার প্রিয় ইবি ক্যাম্পাসে নামাজে জানাজা হবে বাদ মাগরিব মেহেরপুর শহরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

এর আগে গত ২৭ জানুয়ারি প্রফেসর . সাইদুর রহমারে সস্ত্রীক করোনা পজিটিভ আসে পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে গত ১১ ফেব্রুয়ারি তার অবস্থার উন্নতি হয় সেদিন তাকে দুপুরের দিকে হাই ডেপেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেওয়া হয়

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh