logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

বরিশাল ভবনে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড×বরিশাল×আরটিভি×অফিসার×নিয়ন্ত্রণ×হাসান×ভুট্টা×ঘটনা×
ছবি সংগৃহীত

বরিশাল নগরীর বাকলার মোড় এলাকায় একটি দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

আজ দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ভবনের দ্বিতীয় তলায় থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বাকলার মোড়সংলগ্ন নতুন বাকলা এলাকার জুলফিকার আলী ভূট্টার দ্বিতল ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ঘটনার সময় ওই ফ্লাটটিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হাসান আলী আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানানো যাবে।

জেবি

RTV Drama
RTVPLUS