ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ
শতকরা ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে: ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ অধ্যাপক ডা. মির্জাদী সেব্রিনা ফ্লোরা বলেন, টিকা কার্যক্রম থেকে থাকবে না যাদেরকে টিকা দেওয়া প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া জন্য পরিকল্পনা করা গ্রহণ করছে স্বাস্থ্য বিভাগ। সেই হিসেবে টিকা দান কার্যক্রম চলছে। টিকা আসছে টিকা কার্যক্রম চলতে থাকবে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি জেলা বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
জেবি