• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সার কারখানা থেকে লোহার পাইপ পাচারের সময় আটক দুই

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৭
কারখানা×প্রতিষ্ঠান×ট্রাক্টর×ঠিকাদারী×মোটা×গাছ×বিকেল×নিয়োজিত×
ছবি সংগৃহীত

নরসিংদীর পলাশে নির্মাণাধীন ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রজেক্ট থেকে নিলাম হওয়া গাছের সঙ্গে লোহার পাইপ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ

বুধবার বিকেলে সার কারখানার কলোনি থেকে ট্রাক্টর ভরে এসব লোহার পাইপ পাচারকালে সোহাগ সোহরাব নামে দুজনকে আটক করে পলাশ থানা পুলিশ

তারা পলাশ ট্রেডিং এজেন্সি নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্বাবধানে নিলাম হওয়া গাছ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলো

ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রজেক্টের নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সার কারখানার কলোনির পাশে নিলাম হওয়া প্রায় চার শতাধিক গাছ সংগ্রহের কাজ করছে

প্রতিদিন তাদের আট থেকে ১০টি ট্রাক্টর এসব গাছ সংগ্রহের কাজে নিয়োজিত বিকেলে একটি ট্রাক্টর করে গাছের সঙ্গে ২০ থেকে ৩০ কেজি ওজনের কয়েকটি মোটা লোহার পাইপ পাচারের সময় ট্রাক্টরের চালক তার সহযোগীকে আটক করে পুলিশ

এসব লোহার পাই সার কারখানার কলোনির পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে

ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. জুলহাস মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নিলামে গাছগুলো কিনে তা বেপারিদের কাছে বিক্রি করা হয়েছে এসব গাছ তাদের লোক সংগ্রহের কাজ করছে এতে তার কোনও সংশ্লিষ্টতা নেই

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত ) মো. হুমায়ুন কবির আরটিভি নিউজকে জানান, মালামালসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
X
Fresh