• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫
নারী×মৃত্যু×আজিজনগর×চেয়ারম্যান×পরিষদ×পরিবার×প্রকাশ×কোম্পানি×
ছবি সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে বেবি আক্তার নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের আমতলী পাড়া এলাকায় গতকাল বুধবার রাত দুইটায় বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়।

নিহত বেবি আক্তার আমতলী মুসলিম পাড়া এলাকার মোহাম্মদ সোলায়মানের মেয়ে ও সে শারীরিকভাবে বাক প্রতিবন্ধী।

আজিজনগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার হারেছ মিয়া হাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের বেলায় এক পাল বন্য হাতি সোলায়মানের বাড়িতে আক্রমণ করে, তখন সবাই ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলে বেবি আক্তার হাতির সামনে পড়ে যায় এবং হাতির আক্রমণে তার মৃত্যু হয়। এ সময় বন্য হাতির পাল হামলা চালিয়ে আরও পাঁচটি বসত-বাড়ি ভেঙ্গে ফেলে।

এদিকে বন্য হাতির আক্রমণে নিহতের বিষয়ে দুঃখ প্রকাশ করে আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি আজিজনগর ইউপি পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে বলে জানান।

বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আরটিভি নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিরোনামহীনের নতুন গান প্রকাশ
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান এম ইউ কবীর চৌধুরী
X
Fresh