logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২ ফাল্গুন ১৪২৭

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৮

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বিশ্ববিদ্যালয়×শাস্তি×সাধারণ×সম্পাদক×শিক্ষার্থী×মেহেরুন×হামলা×মানববন্ধন×
ছবি আরটিভি নিউজ

বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুরের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার শহরের টাউন ক্লাব সড়কে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পিরোজপুরের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাতের আঁধারের সশস্ত্র হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্চনাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাস পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের সন্ত্রাসী বাসিন্দাদের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহ-সভাপতি শিরিনা আফরোজ, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা সনাকের সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহ খান, জেলা সুজনের সাধারণ সম্পাদক সম্পাদক মো. শাহ আলম শেখ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল ইমরান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুনির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান ও মেহেরুন নেছা মিলা।

মানববন্ধন সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম মাহির।

জেবি

RTV Drama
RTVPLUS