• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক মণ ওজনের বাঘাইড় মাছটির দাম ৬০ হাজার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৭
মাছ×বাঘাইড়×ইসলামী×বাজার×হাজার×ভূঞাপুর×সিকিউরিটি×কর্মকর্তা×
ছবি আরটিভি নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদী থেকে ধরা পড়েছে ৪৪ কেজি ওজনের বাঘাইর মাছ।

গতকাল রোববার বিকেলে বিশাল ওজনের বাঘাইর মাছটি ভূঞাপুর মাছ বাজার থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

জানা যায়, উপজেলার গোবিন্দাসী এলাকার বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইর মাছ ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হয়। বৃহৎ আকৃতির বাঘাইর মাছটি বিক্রির জন্য তারা ভূঞাপুর মাছ বাজারে নিয়ে যায়।

দাম দর শেষে ৪৪ কেজি ওজনের মাছটি ভূঞাপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন।

এর আগে বৃহৎ আকারের বাঘাইর মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ভূঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইর মাছ। দেখে ইচ্ছে হলো কিনতে। পরে দর কষাকষি করে মাছটি ৬০ হাজার টাকায় ক্রয় করি।

মাছ বিক্রেতা বাবলু বলেন, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হই। বাজারে নিয়ে তা ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। আমার জীবনে এই প্রথম এতো বড় মাছ জালে ধরা পড়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিএসের প্রিলিতে এবার বসছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী
কুয়াকাটায় ১ কোরাল বিক্রি হলো ৩৩ হাজারে
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh