• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কোটালীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৮
গোপালগঞ্জ×গ্রাম×আটারোবাড়ি×সামছুল×নিহত×ঘটনা×গাজী×বাড়ি×
ছবি আরটিভি নিউজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে সংঘর্ষে আক্তার হোসেন গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হিরণ ইউনিয়নের আটারোবাড়ি গ্রামে ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন গাজী আট্রাবাড়ি গ্রামের সামছুল হক গাজীর ছেলে।

জানা গেছে, আট্টাবাড়ি গ্রামের সামচুল হক গাজীর ছেলে ওহাব আলী গাজীর সঙ্গে একই গ্রামের তাছেন গাজীর ছেলে সোহরাব হোসেন গাজীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই সূত্র ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় সোহরাব হোসেন গাজী লোকজন নিয়ে ওহাব আলীস গাজীদের ওপর হামলা চালায়।

হামলায় ওহাব আলী গাজী (৫০), হালিম গাজী (৫৫) আক্তার হোসেন গাজীসহ ১০জন আহত হয়।

গুরুতর আহত ওহাব আলী গাজী (৫০), হালিম গাজী (৫৫) আক্তার হোসেন গাজীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

এখানে আক্তার হোসেন গাজীর শারীরিক অবস্থার অনবতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১১টায় আক্তার হোসেন গাজী মারা যায়।

এদিকে আক্তার হোসেন গাজীর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ওহাব আলী গাজীর লোকজন প্রতিপক্ষ মাহবুব গাজী, সোহরাব গাজী, নাসির গাজী, বাদল গাজী, আইউব গাজীসহ প্রায় ১৫ ব্যক্তির বসতঘর ভাঙচুর করে।

ওহাব আলী গাজী আরটিভি নিউজকে বলেন, আমাদের জমিতে সোহরাব হোসেন গাজী জোর করে ব্লক নির্মাণ করেছে। আমরা এর প্রতিবাদ করায় সোহরাব হোসেন গাজী তার লোকজন নিয়ে আমাদের মারধর করেছে। মারধরে আমার ভাই আক্তার হোসেন গাজী নিহত হয়েছেন।

ব্যাপারে জানার জন্য সোহরাব হোসেন গাজীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া জায়নি। তবে তার চাচাতো ভাই মাহবুব গাজী বলেন, মারামারির ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। কিন্তু ওহাব আলী গাজীর লোকজন আমার বাড়িটি ভাঙচুর লুটপাট করেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান আরটিভি নিউজকে বলেন, মারামারির ঘটনায় দু্জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত নিহত আক্তার হোসেন গাজীর পরিবারে পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কচুরিপানায় তৈরি হচ্ছে উন্নত সার, খুলছে সম্ভাবনার দুয়ার
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
X
Fresh