• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হামলায় আহত ইমামের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৪
মৃত্যু×হামলা×মহিষখোলা×চেয়ারম্যান×জহুরুল×গ্রাম×নিহত×বাদশা×
ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়া দু’পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে অস্ত্রের আঘাতে আহত ইমাম আল-আমিন শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চার দিন চিকিৎসার পর শনিবার সকাল ৯টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।

নিহত আল-আমিন কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

তিনি মহিষখোলা গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মহিষখোলা গ্রামের দুটি পক্ষের নেতৃত্ব দেন পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান জহুরুল হক ও বাদশা মোল্যা।

গত মঙ্গলবার বিকেলে মহিষখোল গ্রামের মাহাবুর শেখ ও রিজাউল ম্যোলার বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে ওইদিন সন্ধ্যায় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় স্থানীয় মসজিদের ইমাম আল আমিন (রিজাউল ম্যোলার শ্যালক) ঠেকাতে গেলে মর মাহাবুর শেখের লোকজন তার ওপর হামলা করে। আহত আল-আমিনকে প্রথমে খুলনা ২৫০শয্যা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

ওই সংঘর্ষের বাদশা মোল্যার পক্ষের ৫ জন হাসান মোল্যা (২০), হোসেন মোল্যা (২০), সুফিয়ান মোল্লা (২৫), জিহাদ ম্যোলা (২৩) ও তহিদ শেখ (৫৫) এবং জহুরুল হকের পক্ষের হাফিজুর মোল্লা (৫৫) ও শিহাব মোল্লা (৩০) আহত হয়।

আহতদেরকে স্থানীয়ভাবে ও খুলনা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh