• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ট্রলির চাপায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৯
শিশু×মৃত্যু×দুর্ঘটনা×ট্রলি×দর্শনা×বিপত্তি×মারাত্মক×খেলা×
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় আঁখবোঝাই পাওয়ার ট্রলির চাপায় রিজভি চৌধুরী () নামে এক শিশুর মৃত্যু হয়েছে

আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে নিহত শিশু রিজভি চৌধুরী সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুজিবপাড়ার ওসমান গনির ছেলে

তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে

স্থানীয়া জানান, সকালে বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল রিজভী তার বন্ধুরা সময় দ্রুতগতির আঁখবোঝাই একটি পাওয়ার ট্রলি দর্শনার দিকে যাচ্ছিল রিজভী কয়েকজন শিশু ওই দ্রুতগামী পাওয়ার ট্রলি থেকে আঁখ নিতে গেলে ঘটে বিপত্তি পাওয়ার ট্রলির চাকার নিচে পড়ে মারাত্মক জখম হয় রিজভী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিল আর আরটিভি নিউজকে সালাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যায় শিশুটি

নিহত রিজভীর বাবা ওসমান গনি জানান, আমার এক ছেলে এক মেয়ে বড় মেয়ে ঊর্মিলা খাতুন (১০) দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিজভীকে লেখাপড়া শিখিয়ে ম্যাজিস্ট্রেট করার ইচ্ছা ছিলো

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান আরটিভি নিউজকে জানান, দুর্ঘটনার পর পাওয়ার ট্রলিটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে এর চালক শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ করেনি

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় মাস বয়সী নাতিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির 
ভিক্ষাবৃত্তির জন্য শিশু নোমানের আঙুল পুড়িয়ে দেওয়া হয়
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
X
Fresh