• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

তিন মামলায় সাহেদকে গ্রেপ্তার দেখিয়ে সিলেট কারাগারে প্রেরণ

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০
তিন মামলায় সাহেদকে গ্রেপ্তার দেখিয়ে সিলেট কারাগারে প্রেরণ
ফাইল ছবি

করোনা চিকিৎসায় প্রতারণায় দায়ে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সাহেদ করিমকে ৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেটে এক ব্যবসায়ীর দায়েরকৃত প্রতারণা মামলায় আজ মঙ্গলবার তাকে সিলেটের আদালতে হাজির করা হয়। সকালে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২য় আদালতে হাজির করা হলে বিচারক অঞ্জন কান্তি দাশ অভিযুক্ত সাহেদ করিমকে চেক ডিজঅনারের তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট কারাগারে প্রেরণ করেন।

এছাড়া তার বিরুদ্ধে সিলেটের আদালতে দায়েরকৃত আরেকটি প্রতারণার মামলাও তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৮ নভেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের ওই তিন মামলার শুনানিতে বাদী পক্ষের আইনজীবী সাহেদকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে ঢাকা থেকে মঙ্গলবার সাহেদকে সিলেটে নিয়ে আসা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদকে খালাসের রায় স্থগিত
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের খালাস
X
Fresh