কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ
স্টুডিও ব্যবসায়ী হত্যায় আসামির ফাঁসি

কুমিল্লায় ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নারায়ন চন্দ্র পাল নামের এক স্টুডিও ব্যবসায়ীকে হত্যায় ফিরোজ সরকার নামের এক আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাছরিন জাহান এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ দেবিদ্বার উপজেলার বাউরা গ্রামের মৃত শব্দর আলী সরকারের ছেলে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নূরুল ইসলাম।
জানান, মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি ফিরোজ সরকারকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জয়দেব চন্দ্র সাহা ও অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিন্টু।
এসএস