• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির কারণে সুনামগঞ্জে ভোটার উপস্থিতি কম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৭, ১৩:৩৪

বৃষ্টির কারণে সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় বেশিরভাগ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই ভোটারদের ভোটকেন্দ্রে যেতে খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি থামলে ও বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে পারে।

শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস রায় জানান, বৃষ্টির কারণেই ভোটারদের উপস্থিতি কম। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে।উপনির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনি এলাকা দিরাই ও শাল্লা উপজেলা ১১০টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গেলো ৫ ফ্রেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে এ আসন শূন্য হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা নৌকা প্রতীক নিয়ে ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh