• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ২৯ মার্চ ২০১৭, ০৮:৫৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিক (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে মেহেরপুর আঞ্চলিক সড়কের মশান এলাকায় কালিগাড়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত রফিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাব্বিরুল আলম জানান, খবর আসে ডাকাত রফিক তার সহযোগীদের নিয়ে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা পুলিশ সেখানে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পেরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি, কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে চলতি মাসেই কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন ডাকাত নিহত হলো। ১৬ মার্চ রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া মোড়ের মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লো (৩২) নামে একজন ডাকাত নিহত হয়।

এর আগে ১০ মার্চ ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৪২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh