নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ
নড়াইল পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীর অফিস ভাংচুর

নড়াইলের পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী জুলফিকার আলীর দূর্গাপুর ধানের শীষের প্রধান অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরতলীর মহিলা কলেজের পাশে গোচর বটতলার ধানের শীষের প্রধান কার্যালয়ের সামনে দিয়ে নৌকা সমর্থকের মোটরসাইকেল শোভাযাত্রা যাত্রাপথে জুলফিকার আলীর অফিসের সামনে যাত্রাবিরতি করে এবং সেই সময় কেউ না থাকায় অফিসের চেয়ার টেবিল আসবাবপত্র ভাংচুর করা হয়।
এ বিষয়ে জুলফিকার আলি জানান, এখনো পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রতিনিধি কেউ এ বিষয়ে কোনও ব্যবস্থা নেইনি এবং ঘটনাস্থল পরিদর্শন করেননি।
এসএস