logo
  • ঢাকা বুধবার, ০৩ মার্চ ২০২১, ১৮ ফাল্গুন ১৪২৭

টেকনাফে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ

Distribution of winter clothes and goats among the needy at the initiative of BGB in Teknaf
কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ

কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন মাঠে অর্ধশতাধিক শীতার্ত ও দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। অন্যান্যদের মধ্যে লে. মোস্তাকিন বিল্লাহ, এডি নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার বজলুর রহমানসহ ২ বিজিবির কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় ৫০ জনের বেশি শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে কোভিড ১৯ এর প্রেক্ষিতে হতদরিদ্র জনসাধারণকে অনুদান হিসেবে ছাগল বিতরণ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, মুজিববর্ষ উপলক্ষে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ২ বিজিবির আওতায় বিভিন্ন এলাকায় এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

পি

RTV Drama
RTVPLUS