• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ১০:৫২

বরগুনার পাথরঘাটায় বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ সম্রাট নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ পাঁচজন।

গত রাত সোয়া বারোটার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলম মোল্লার মালিকানাধীন একটি বরফ মিলে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিক পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা উদ্ধার কাজে আসলেও গ্যাসের দুর্গন্ধের কারণে কাছাকাছি যেতে পারেনি। কিছুক্ষণ পরে সম্রাটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তরুণ সংবাদকর্মী রাকিব কাজি জানান, রাত বারোটার দিকে হঠাৎ একটি বিকট শব্দ হয়। কিছুক্ষণ পরই মানুষের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনাস্থল পৌঁছানো সম্ভব হয়নি। গ্যাসের দুর্গন্ধ এবং গ্যাস ছড়িয়ে পড়লে এলাকার মানুষ কাছে যেতে পারেননি।

ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত ফায়ারম্যান খলিলুর রহমান আরটিভি নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে অনেক দূরে দাঁড়িয়ে তারা আগুন নেভাতে চেষ্টা করেছেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা আরটিভি নিউজকে বলেন, এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

জেবি/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তপ্ত রোদের সঙ্গে ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা
যে কারণে ২০ জনের বিসিএসের স্বপ্নভঙ্গ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
X
Fresh