ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ
অস্ত্র মামলায় যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড

ফেনীতে অস্ত্র মামলায় এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ফেনী জেলা যুগ্ম জজ আদালত-২ এর বিচারক অসীম কুমার দে।
এপিপি অ্যাডভোকেট এনামুল করিম খন্দকার জানান, আসামি সাহেদুল ইসলাম রবিন (২১) ২০১৪ সালের ২৯ জানুয়ারি তারিখে ফেনীর ফতেহপুর নামক স্থানে কুমিল্লাগামী যমুনা পরিবহনের বাসের যাত্রী হয়ে ওঠেন।
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার এএসআই মাইন উদ্দিন ভুঁইয়া তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি কাটা রাইফেল উদ্ধার করে। পরবর্তীতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন রবীনকে প্রধান আসামি করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা দেন। রবিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ছোট হোসেনপুর গ্রামের আমজাদ উদ্দিন ভুঁইয়া বাড়ির আব্দুল গফুরের ছেলে।
জেবি