• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিনভর মহাসড়কে দুর্ভোগ

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ২০:২০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বগুড়া মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে নলকা মোড়, হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত পৌঁছেছে।

ঝাওল ওভারব্রিজ ও বাগবাড়ী, কোনাবাড়ি এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দিনভর মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিকেল থেকে যানজট আরও বেড়ে চলেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী বলেন, সকালে পাঁচলিয়ায় ও চান্দাইকোনায় দুটি দুর্ঘটনা ঘটলে যান চলাচলে বেশকিছু সময় বিঘ্ন ঘটে। এ কারণে ধীরে ধীরে যানজট সৃষ্টি হয়। এছাড়া চার লেন মহাসড়কের কাজ চলমান থাকায় কড্ডার মোড় এলাকায় সিঙ্গেল লেনে যান চলাচল করছে। এ কারণেও যানজটের তীব্রতা আরও বেড়েছে। যানজট নিরসনে পুলিশ নিরলস কাজ করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh