নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ
নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় শেখ মো. নাঈম ওরফে জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
মো. নাঈম নড়াইলের লোহাগড়া উপজেলার চর সোচাইল পাংখার চর পূর্ব পাড়ার তৈয়বুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ফ্রেরুয়ারি মাসের দুই তারিখে নড়াইলের লোহাগড়া উপজেলার সোচাইল পাংখার চর পূর্ব পাড়ার এলাকায় শেখ মো. নাঈমের বসতবাড়ি থেকে দেশীয় তৈরি ওয়ান সুটারগানসহ গ্রেপ্তার করে র্যাব-৬।
এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করে র্যাব-৬। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালীন মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসিামি শেখ মো. নাঈম পলাতক আছেন।
জেবি