• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মহানায়িকা সুচিত্রাকে স্মরণ করলো পাবনাবাসী

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৬
পাবনা×চলচ্চিত্র×সুচিত্রা×স্মরণসভা×অনুষ্ঠিত×মানুষ×অসংখ্য×বক্তব্য×
ছবি আরটিভি নিউজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার মি.সনজিব কুমার ভাটি।

সুচিতা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বনমালী ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ মধু ও বিশিষ্ট চিকিৎসক রামদুলাল ভৌমিক। বক্তারা বলেন, সুচিত্রা সেনের মতো শৈল্পিক মুগ্ধকর অভিনয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে। বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারার অভিনয় জগতে এক বিস্ময়কর নাম হলো সুচিত্রা সেন। আজকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে। আগামী প্রজন্মের মধ্যে তুলে ধরতে হবে অমর এই শিল্পীর কথা। এর আগে মহানায়িকা সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন আয়োজকেরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিপুণের হুঁশ আসা জরুরি : ডিপজল
‘মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে’
কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌
কানে লাল বেনারসিতে মোহনীয় রূপে ভাবনা
X
Fresh